May 3, 2024, 2:24 pm

Library

‘গ্রন্থাগার’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ ‘Library’-এর উৎপত্তি ল্যাটিন শব্দ Liber থেকে। যার অর্থ ‘পুস্তক’। আবার, Liber শব্দটি এসেছে Libraium শব্দ থেকে। যার অর্থ ‘পুস্তক রাখার স্থান’। এ্যাংলো-ফ্রেঞ্চ শব্দ Librarie অর্থ হলো পুস্তকের সংগ্রহ। তথাপি, গ্রন্থাগার  মানব সমাজের এমন একটি অনাবিল স্থান, যেখানে পাঠক-গবেষকদের ব্যবহারের জন্য বই, পত্র-পত্রিকা, পান্ডুলিপি, সাময়িকী, জার্নাল, এবং  অন্যান্য তথ্যসামগ্রী সংগ্রহ ও সংরক্ষণ, ও বিতরণ করা হয়। আমরা জানি, ইলিম বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়ে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান। তাই, শিক্ষকদের জ্ঞান সাধনা এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য, ইলিম প্রতিষ্ঠা করেছে একটি সমৃদ্ধ প্রাতিষ্ঠানিক গ্রন্থাগার। এই গ্রন্থাগারটিতে পাঠ্য ও পাঠ্য সহায়ক উপকরণের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স সামগ্রীও রয়েছে, যেগুলো  ইলিমের ছাত্র, শিক্ষক, এবং গবেষকদের জন্য সত্যিই অত্যাবশ্যক।

গ্রন্থাগার ব্যবহারের সময়:

ইলিম গ্রন্থাগার বুধবার থেকে রবিবার, বিকাল ৪:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত খোলা থাকে, এবং শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে।

 

গ্রন্থাগারের সেবাসমূহ:

▪ পাঠকক্ষ

▪ ধার সেবা

▪ রেফারেন্স সেবা

▪ ফটোকপি সেবা

▪ সংবাদপত্র ও সাময়িকী পাঠ সেবা

▪ ইন্টারনেট সেবা

▪ সম্প্রসারণমূলক র্কাযক্রম

 

গ্রন্থাগার ব্যবহারের নির্দেশিকা:

▪ ইলিম গ্রন্থাগারের একজন নিবন্ধিত সদস্য হওয়ার জন্য, প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই এক কপি রঙিন স্ট্যাম্প সাইজের ছবি অফিসে জমা দিয়ে একটি লাইব্রেরি কার্ড করে নিতে হবে।

▪ গ্রন্থাগার ব্যবহার করার সময় ছাত্র/ছাত্রীদের অবশ্যই লাইব্রেরি কার্ড নিয়ে গ্রন্থাগারে প্রবেশ করতে হবে। লাইব্রেরি কার্ড ছাড়া বই অথবা অন্যান্য গ্রন্থোপকরণ কোনোভাবেই ধার করা যাবে না।

▪ গ্রন্থাগারের অভ্যন্তের ব্যাগ/ছাতা/কোন প্রকার ব্যক্তিগত বই ও পত্রপত্রিকা নিয়ে প্রবেশ করা যাবে না। গ্রন্থাগারে প্রবেশ কিংবা গ্রন্থাগার ত্যাগের সময়, প্রয়োজনবোধে যে কোনো ব্যাক্তিকে তল্লাশি করার ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত গ্রন্থাগার কর্মীর থাকবে।

▪ ব্যাগ কাউন্টারে ব্যাগ জমা দিয়ে টোকেন সংগ্রহ করার পর, সদস্যদের গ্রন্থাগারে প্রবেশ করতে হবে। সেই টোকেনটি গ্রন্থাগারের সদস্যদের অবশ্যই যত্ন সহকারে নিজের কাছে রাখতে হবে। কোনো কারণে সেই টোকেনটি হারিয়ে গেলে, একশত টাকা জরিমানা দিতে হবে।

▪ গ্রন্থাগারে মোবাইল ফোন বন্ধ, শব্দহীন কিংবা কম্পন অবস্থায় রাখতে হবে।

▪ গ্রন্থাগারের অভ্যন্তরে গল্প-গুজব, জোরে কথা বলা, হাসাহাসি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

▪ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এবং কোনো প্রকার খাদ্যদ্রব্য/পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।

▪ বইয়ে দাগ দেয়া, কলম দিয়ে দাগ দেয়া, কাটা-ছেড়া করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

▪ যে কোনো বই প্রয়োজনে ছাত্র/ছাত্রীরা বাসায় নিতে পারবে। লাইব্রেরীর বই কোনো ছাত্র/ছাত্রী সাত দিনের অতিরিক্ত নিজের কাছে রাখতে পারবে না। সাত দিনের অতিরিক্ত প্রতি দিনের জন্য দশ টাকা করে জরিমানা দিতে হবে।

▪ গ্রন্থাগার থেকে ধারকৃত কোনো সামগ্রী কোনো সদস্য দ্বারা হারিয়ে গেলে অথবা বিনষ্ট হলে, তাঁকে সেই ক্ষতিগ্রস্ত সামগ্রীর নির্ধারিত মূল্যের দ্বিগুণ অর্থ অবশ্যই প্রদান করতে হবে।

▪ রেফারেন্স সামগ্রী ছাত্র/ছাত্রীরা বাসায় নিতে পারবে না, বরং তাঁরা সেগুলো গ্রন্থাগার কক্ষে ব্যবহার করতে পারবে।

▪ গ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অবশ্যই নম্র ও ভদ্র আচরণ করতে হবে।

▪ গ্রন্থাগারের অভ্যন্তরে অপ্রত্যাশিত খারাপ আচরণের জন্য ব্যবহারকারীর বিরূদ্ধে যথোপযুক্ত শাস্তির পদক্ষেপ নেয়া হবে।

▪ গ্রন্থাগার কর্তৃপক্ষ কর্তৃক ব্যাগ রাখার নির্ধারিত স্থানে ব্যাগ রাখতে হবে।

▪ মূল্যবান সামগ্রী (নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ) ও অন্যান্য ব্যক্তিগত জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে। তথাপি, ব্যক্তিগত ফেলে রাখা অরক্ষিত জিনিসের ক্ষেত্রে,  গ্রন্থাগার কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। 

▪ অনুগ্রহপূর্বক এক সেলফের বই অন্য সেলফে রাখবেন না,  এবং পড়া শেষ হলে পঠিত বইটি সেলফে না রেখে পড়ার টেবিলেই ফেলে রাখা উত্তম।

▪ গ্রন্থাগারে ধুমপান, অ্যালকোহল অথবা অবৈধ ঔষধের ব্যবহার আইনত নিষিদ্ধ।

▪ গ্রন্থাগার ত্যাগের পূর্বে গ্রন্থাগার সামগ্রী অবশ্যই টেবিলে রেখে দিতে হবে, অথবা লাইব্রেরিয়ানকে ফেরত দিতে হবে।

▪ গ্রন্থাগার বন্ধের সময়, ব্যবহারকারীকে অবশ্যই দ্রুত স্থান ত্যাগ করতে হবে।

ILIM

West Dhanmondi Yousuf High School, Shankar, Dhaka-1207.

ILIM Building, Plot-13, Road-4, Block-E, Katasur (Future Housing), Mohammadpur, Dhaka.

01819-127162
01552-374311
01679-192950

ilimdhaka@yahoo.com

Office Hours (Always)

Wednesday - Sunday
4:00pm - 9:00pm

Days Off (Usually)

Monday & Tuesday

Office Emergency Contact

01819-127162 (Belal Sir)

Location Map

Follow us on Facebook