May 3, 2024, 6:12 pm

History of ILIM

ইনস্টিটিউট ফর লাইব্রেরি এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (ইলিম) গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে, ১৯৯৬ সনের ১লা জুলাই নায়েম (ন্যাশনাল একাডেমী ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট) ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়। নায়েম-এর  মহাপরিচালক প্রফেসর মো: খুরশীদ আলম নায়েম ক্যাম্পাসে ইলিমকে তার ভৌত সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ দিয়ে সহযোগিতা করেন। দেশের খ্যাতিমান পেশাজীবি ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা জনাব এস.এম. শামসুজ্জামান ইলিম প্রতিষ্ঠা করেন। ইলিম-এর প্রতিষ্ঠাতা জনাব এস.এম. শামসুজ্জামান ইলিম-এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইলিম প্রতিষ্ঠার পূর্বে, বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়টি চালু ছিল। এ দুটি বিশ্ববিদ্যালয় থেকে স্বল্প সংখ্যক গ্রন্থাগার পেশাজীবি বের হত, যা দেশের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। দেশের গ্রন্থাগার পেশাজীবির চাহিদা পূরণের লক্ষ্যে, বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় ইলিম। সত্যি বলতে, ইলিম হল বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়ে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান। ইলিম প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রতিষ্ঠাতাকে সহযোগিতা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভস-এর লাইব্রেরিয়ান জনাব মো: নজরুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এর লাইব্রেরিয়ান জনাব মো: আব্দুল হাই ছামেনী। ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়ে, এক বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পরিচালনার মাধ্যমে ইলিম তার যাত্রা শুরু করে ১৯৯৬ সনের ১৭ই আগস্ট। ইলিম ৮৪ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১০ জন খণ্ডকালীন শিক্ষক, এবং ২ জন কর্মচারী নিয়ে ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রথম ব্যাচ (১৯৯৬-১৯৯৭ শিক্ষাবর্ষ)-এর শুভ উদ্বোধন করে। এর মাধ্যমেই, ইলিম তার অনগত ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। তারপর ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষ থেকে, ইলিম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। এভাবেই, ইলিম বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ‘গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান’ বিষয়ে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।

Having taken the approval of the government of the People’s Republic of Bangladesh, Institute for Library and Information Management (ILIM) was established inside National Academy for Educational Management (NAEM) campus on 1st July in 1996. The director-general of NAEM Professor Md. Khurshid Alam helped ILIM by providing all opportunities and facilities. The ILIM was established by the renowned professional of the country & BCS education cadre officer Mr. S. M. Shamsuzzaman. The ILIM’s founder Mr. S. M. Shamsuzzaman became the director of ILIM. Before the establishment of ILIM, the subject ‘Library and Information Science’ was only available at the University of Dhaka and University of Rajshahi in Bangladesh. From these two universities, the library professionals were built up. In fact, these library professionals were not enough in numbers according to the needs of our country. For this reason, in order to increase the efficient library professionals of Bangladesh, ILIM was established. Truly speaking, ILIM was the government approved and National University affiliated first non-government institute in ‘Library and Information Science’ in Bangladesh. The Librarian of Bangladesh Film Archive Mr. Md. Nazrul Islam and the Librarian of Sylhet’s Shahjalal University of Science and Technology Mr. Abdul Hayee Sameni helped the founder much in case of establishing ILIM. Nevertheless, ILIM launched one year postgraduate diploma course in ‘Library and Information Science’. On 17th August in 1996, by taking 84 students, 7 teachers, 10 part-time teachers, and 2 office-staffs, the first batch (Session 1996-1997) was inaugurated. In this way, ILIM started its journey to the unborn futures. From session 1997-1998, ILIM was affiliated to the National University. Thus, ILIM was developed as the first non-government institute in ‘Library and Information Science’, approved by the government of the People’s Republic of Bangladesh, and affiliated to the National University.

ILIM

West Dhanmondi Yousuf High School, Shankar, Dhaka-1207.

ILIM Building, Plot-13, Road-4, Block-E, Katasur (Future Housing), Mohammadpur, Dhaka.

01819-127162
01552-374311
01679-192950

ilimdhaka@yahoo.com

Office Hours (Always)

Wednesday - Sunday
4:00pm - 9:00pm

Days Off (Usually)

Monday & Tuesday

Office Emergency Contact

01819-127162 (Belal Sir)

Location Map

Follow us on Facebook