May 3, 2024, 12:36 pm

Admission Overview

ভর্তির যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউ.জি.সি. কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রীধারীরা ভর্তি হতে পারবে। শিক্ষা জীবনে এস.এস.সি হতে স্নাতক ডিগ্রী পর্যন্ত মোট ০৫ (পাঁচ) পয়েন্ট কিংবা গ্রেড পয়েন্ট ০৭ (সাত) থাকতে হবে।

ভর্তির জন্য আবেদনের নিয়ম: ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীকে ইনস্টিটিউট কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র ও ছবি সংযুক্ত করতে হবে:

(ক) এস এস সি/ সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি

(খ) এইচ এস সি/সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি

(গ) স্নাতক (সম্মান)/সমমান পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের ফটোকপি

(ঘ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্রের ফটোকপি

(ঙ) স্নাতক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি (জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে)

(চ) মাইগ্রেশন সার্টিফিকেট (জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে)

(ছ) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি

(জ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র

(ঝ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

প্রার্থী বাছাই: প্রাপ্ত আবেদনপত্র সমূহের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে। তথ্য প্রেরণের পর জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যার ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তির জন্য একটি তালিকা প্রেরণ করবে। প্রেরিত তালিকায় যাদের নাম থাকবে, তারাই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ভর্তি: ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং সেশন চার্জ জমা দিয়ে ভর্তি হতে হবে। নির্দিষ্ট সমযের মধ্যে কেউ ভর্তি ব্যর্থ হলে, তার আসন বাতিল বলে গণ্য হবে।

সেশন চার্জ ও বেতন:

সেশন চার্জ = ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত টাকা)

বেতন প্রতি মাসে = ১০০০/- (এক হাজার টাকা)

উক্ত টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, ব্যবহারিক পরীক্ষার ফি, কেন্দ্র ফি, এবং অন্যান্য ফি-এর বহির্ভূত।

ILIM

West Dhanmondi Yousuf High School, Shankar, Dhaka-1207.

ILIM Building, Plot-13, Road-4, Block-E, Katasur (Future Housing), Mohammadpur, Dhaka.

01819-127162
01552-374311
01679-192950

ilimdhaka@yahoo.com

Office Hours (Always)

Wednesday - Sunday
4:00pm - 9:00pm

Days Off (Usually)

Monday & Tuesday

Office Emergency Contact

01819-127162 (Belal Sir)

Location Map

Follow us on Facebook